খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের বিশাল বাইক মিছিল
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস অফিসের ফুটবল মাঠ সংলগ্ন এলাকা থেকে বিশাল বাইক মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এরপর সেহারাবাজার মোগলমারি বোয়াইচণডী কালনা উখরিদ বেরুগ্রাম খণ্ডঘোষ বাঁকুড়া মোড় হয়ে সগরাই বাদুলিয়া বাজার হয়ে কুকুরা ফুটবল মাঠে শেষ হয় এই বাইক মিছিল।এদিনের বাইক মিছিলে তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার … Read more