মাছ নয়, দিঘির জল থেকে উদ্ধার হল আস্ত মোটরবাইক
মাছ নয়, দিঘির জল থেকে উদ্ধার হল আস্ত মোটরবাইক। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমরাল দিঘিতে। কী ভাবে পুকুরে ওই বাইকটি এল তা খতিয়ে দেখছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিঘিতে মাছ ধরার জন্য জাল দেওয়া হলে জলের ভিতরে একটি নির্দিষ্ট জায়গায় তা বার বার আটকে যেত।শনিবার জাল দেওয়ার আগে মত্স্যজীবীরা জলে নেমে ওই জায়গাটি পরীক্ষা করতে … Read more