২১ তম খালবিল-চুনো মাছ উৎসবের উদ্বোধন
পূর্ব বর্ধমান :- ২১তম খালবিল-চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী কল্যাণ উৎসবের উদ্বোধন হল আজ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ২১ বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে। এদিন এই উৎসবের শুভ উদ্বোধন করেন,চলচ্চিত্র অভিনেত্রী ও বিধায়ইকা জুন মালিয়া। উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি … Read more