তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নং ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষে রক্তদান শিবির। যমুনা পাতাই গ্ৰামে অনুষ্ঠিত হল এই শিবির। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা সহ অনেকে।

প্রেমে প্রত্যাখ্যান হয়ে প্রেমিকা গুলি চালাল প্রেমিককে

পূর্ব বর্ধমান:- প্রেমে প্রত্যাখ্যান হয় প্রেমিকা গুলি চালাল প্রেমিককে ‌। অল্পের জন্য প্রাণে বাঁচলো প্রেমিকের , ঘটনা কাটোয়া শহরের । ব্যাপক চাঞ্চল্য জেলাজুড়ে। গতকাল রাতে প্রেমিকা মনীষা খাতুন তার প্রেমিক লাল চাঁদ শেখ কে ডেকে পাঠায় কাটোয়া সার্কাস ময়দান এর একটি গলিতে। এরপর দুজনার মধ্যে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা হয় তারপরে হঠাৎ প্রেমিকা রিভলবার বের করে … Read more