বাড়ির মহিলারা বালতি হাতে পথ অবরোধে

সুরোজিৎ দে ,জলপাইগুড়িঃ-জল সমস্যা দীর্ঘদিনের।তাই বাড়ির মহিলারা বালতি হাতে নিয়ে সামিল হলেন পথ অবরোধে।জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাণ্ডাপাড়া-বটতলার ঘটনা।একটি মাত্র ডিপ টিউবওয়েল প্রায়ই খারাপ হয়ে থাকে। ঘরের কাজের জন্য বা পানীয় জল আনার জন্য অনেক দূরে যেতে হয়। এনিয়ে বারবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতে দরবার করা হলেও সমস্যার সমাধান হয়নি। তাই এদিন জলপাইগুড়ি- হলদিবাড়ি রাজ্য … Read more

সাংবাদিকদের মারধোরে অভিযুক্ত তৃনমুল বিধায়ক খগেশ্বর রায়ের লোকেরা

ডেপুটেশন ঘিরে উত্তেজনা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েত তৃনমুলের দখলে রয়েছে। একশো দিনের কাজ সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে আসেন প্রচুর তৃনমুল কর্মী। অন্যদিকে তাদের পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয় তৃনমুলেরই আরেকগোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে মারপিট। আক্রান্ত সাংবাদিকরাও।