অসংগঠিত ঠিকা শ্রমিকদের পাশে দাঁড়ালো তৃণমূল

সোমবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে অসংগঠিত ঠিকা শ্রমিকদের নিয়ে বৈঠক করল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের INTTUC ব্লক সভাপতি রামচরিত পাসোয়ান , পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরীটি মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই সভায় পাণ্ডবেশ্বর খনি এলাকায় রয়েছে ইসিএল তথা বহু বেসরকারি কারখানা। সেখানে রয়েছেন অসংখ্য অসংগঠিত ঠিকা শ্রমিক … Read more