বিশ্বকাপ দলে রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপ দলে নেওয়া হল।অক্ষর পটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন।অক্ষরের চোট  বিশ্বকাপের আগে সারবে না।অশ্বিন দলে তৃতীয় স্পিনার। জাডেজা এবং কুলদীপ বাঁহাতি স্পিনার,ডানহাতি স্পিনার অশ্বিন ভারতীয় বোলিং আক্রমণের বৈচিত্র বাড়ল।অক্ষর এশিয়া কাপে চোট পেয়েছিলেন। দেড় বছর পর এক দিনের দলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে অশ্বিন।চারটি উইকেট নেন অশ্বিন সিরিজ়ে ম ম্যাচে,দ্বিতীয় ম্যাচে তিন উইকেট … Read more

আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব

সঞ্জু স্যামসনকে লোভনীয় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হল।মাঝে মধ্যে এক আধটা সিরিজে ডাক,জাতীয় দলে ব্রাত্য। রান করলেও অনেক সময় দলে সুযোগ পাননি। ভারতীয় দলের এই উপেক্ষিত উইকেটরক্ষককে বড় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড সূত্রের খবর।ফের রঞ্জি ট্রফিতে তিন বছর পর নামার প্রস্তুতি।সঞ্জু কোচিতে কেরলের হয়ে অনুশীলন করছেন রঞ্জিতে … Read more