বিশ্বকাপ দলে রবিচন্দ্রন অশ্বিন

১৫ জনের দলে অশ্বিনকে নেওয়ায় সমর্থকেরা খুশি।

রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপ দলে নেওয়া হল।অক্ষর পটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন।অক্ষরের চোট  বিশ্বকাপের আগে সারবে না।অশ্বিন দলে তৃতীয় স্পিনার। জাডেজা এবং কুলদীপ বাঁহাতি স্পিনার,ডানহাতি স্পিনার অশ্বিন ভারতীয় বোলিং আক্রমণের বৈচিত্র বাড়ল।অক্ষর এশিয়া কাপে চোট পেয়েছিলেন।

দেড় বছর পর এক দিনের দলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে অশ্বিন।চারটি উইকেট নেন অশ্বিন সিরিজ়ে ম ম্যাচে,দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন অশ্বিন।তিন জন বাঁহাতি স্পিনার বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল।১৫ জনের দলে অশ্বিনকে নেওয়ায় সমর্থকেরা খুশি।

ভারতীয় দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।শুভমন গিল এবং রোহিত ওপেনার হিসাবে থাকছেন।বিরাট কোহলি তিন নম্বরে থাকবেন।শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব এবং ঈশান কিশন থাকবেন মিডল অর্ডার।হার্দিক ছাড়াও থাকছেন শার্দূল ঠাকুর এবং রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার।মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ পেস আক্রমণে।৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ।

প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে  ভারত। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায় ভারতের ম্যাচ । মোট ন’টি ম্যাচ খেলবে ভারত।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশন, সূর্যকুমার যাদব,  হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *