ভারতের কামব্যাক,টপ অর্ডারকে ভেঙে দেন বুমরাহ
অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে, যেখানে দিনের তিন-চতুর্থাংশ অস্ট্রেলিয়ান ভক্তদের স্লোগানে ভরা ছিল,চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভেঙে দেন বুমরাহ। পার্থ টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দলের পরপর উইকেটের পতন দেখেই ধরে নেওয়া গেছিল,ভারতকে 150 রানে আউট ভারতের কপালে দুঃখ নাচছে।কিউয়ি সিরিজের মতো ফল অনেককে সেই আশঙ্কাই গ্রাস করেছিল।যদিও টিম ইন্ডিয়ার বোলাররাই খেলায় ফিরিয়েছে … Read more