নামখানা ধর্ষণ-কাণ্ডেও দময়ন্তী সেন, হাইকোর্টের নির্দেশে রাজি না হলে সিবিআই

সুনিতা  ঘোষ:- আইপিএস অফিসার দময়ন্তী সেনের কাঁধে এসে পড়লো নামখানা ধর্ষণ-কাণ্ডের তদন্তভার। ইতিপূর্বে রাজ্যের চার চারটি ধর্ষণ কাণ্ডের তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনের হতে। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের তদন্তে তাঁর ভূমিকা বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছিল। নামখানা ধর্ষণ মামলার তদন্তভার দময়ন্তী নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে … Read more