গাছ বাঁচাতেই কিছু ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলে ছুটছেন প্রধান শিক্ষক

স্কুল ছুটি কিন্তু বিদ্যালয়ের গাছ বাঁচাতেই কিছু ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলে ছুটছেন প্রধান শিক্ষক সরকারি নিয়মে গত ২২শে এপ্রিল থেকে বিদ্যালয়গুলি অনির্দিষ্টকালের জন্য ছুটি। প্রখর গ্রীষ্মের কারণে তাপমাত্রার পারদ চড়েছে ৪২-৪৪ ডিগ্রি। কিন্তু এমন দাবদাহে বিদ্যালয়ে থাকা গাছগুলি কিভাবে বাঁচবে? বিদ্যালয় অঙ্গন জুড়ে যে নানান গাছপালা। এই ক’দিনে জল না পেয়ে গাছগুলি মৃতপ্রায়।টগর, করবি,জবা,বাসক সোনাঝুরি সহ … Read more