দূর্গাপূজা নিয়ে হাইকোর্টের নয়া নির্দেশিকা , দেখে নিন
দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা হাইকোর্টের। সিঁদুর-খেলা থেকে আরতি- সব উপাচারেই মিলল অনুমতি। তবে সব ক্ষেত্রেই একটি শর্ত। টিকার ডবল ডোজ় নেওয়া থাকলেই মণ্ডপে অনুমতি মিলবে অঞ্জলি দেওয়ার কিংবা দশমীতে সিঁদুর খেলার। দুর্গাপুজোর উপাচার মানার ক্ষেত্রে দর্শনার্থীদের ডবল ডোজ় বাধ্যতামূলক করল হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।শুধু তাই নয়, উপাচারের সময়ে কারা মণ্ডপে … Read more