মানুষ ঝুলন উৎসব উপলক্ষে সরগরম পূর্ব বর্ধমানের বলগোনা
মনোজ কুমার মালিক, পূর্ব বর্ধমান -ভাতাড় : মানুষ ঝুলন উৎসব উপলক্ষে সরগরম পূর্ব বর্ধমানের বলগোনা স্টেশন সংলগ্ন পূর্বপাড়া। গতকাল থেকে পূর্বপাড়ায় শুরু হয়েছে মানুষ ঝুলন উৎসব। এই এলাকার মানুষ ঝুলন দেখতে ভিড় জমান আশেপাশের বিভিন্ন গ্রামের লোকজন। এলাকার কচিকাঁচারা বিভিন্ন পৌরাণিক দৃশ্য তুলে ধরেছে মানুষ ঝুলনের মাধ্যমে। পাশাপাশি বনদেবী থিমের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া … Read more