ছট পূজা উপলক্ষে বর্ধমানে হিন্দীভাষী মানুষদের ভিড় চোখে পড়ার মতো

ছট পুজো উপলক্ষে বুধবার বিকেলে বর্ধমানের সদরঘাটে হিন্দীভাষী মানুষদের ভিড় চোখে পড়ার মতো ছিলো।জেলার বিভিন্ন জায়গা থেকে এদিন হীন্দী ভাষী মানুষরা এসে উপস্থিত হন এই ঘাটে।প্রত‍্যেক বছরের ন‍্যায় এবছরেও সদরঘাট ছটপুজো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঘাটে ক‍্যাম্প করা হয়েছে।এইদিনে এই ক‍্যাম্প থেকে প্রশাসনিক আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ঘাটে যাতে কনো অপ্রীতিকর ঘটনা না ঘটে … Read more