নানাবিধ রাসায়নিক, রং, গন্ধ মিশিয়ে তৈরি হচ্ছে সরষের তেল,পাঁচ কর্মীকে আটক
করোনা প্রতিরোধে লকডাউন কেমন চলছে, রবিবার সেটাই দেখতে বেরিয়েছিলেন মহকুমাশাসক৷ কিন্তু যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ তাঁর৷ সামসীর কান্ডারণে তখন একটি গুদামে চলছিল ভেজাল সরষের তেল তৈরি৷ কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক৷ লকডাউনের মধ্যে ফ্যাক্টরিতে কাজ হতে দেখেই মহকুমাশাসক সেখানে ঢুকে পড়েন৷ সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্তাও৷ তাঁদের চোখে ধরা পড়ে, সেখানে সাধারণ পাম তেলের সঙ্গে … Read more