এবারের কালি পূজায় বর্ধমানবাসীদের জন্য চমক জোড়া বুর্জ খলিফা
দুর্গাপুজোয় কলকাতার বুকে বুর্জ খলিফা দেখতে ভিড় জমিয়ে ছিলেন অনেকে। কেউ কেউ আবার অনেক আশা নিয়ে গিয়েও নিরাশ হয়ে ফিরে এসেছেন। তাই পুজোর সময় না হলেও বর্ধমানবাসীর জন্য কালীপুজোর থিমে বর্ধমানে তৈরি হচ্ছে জোড়া বুর্জ খলিফা। বর্ধমানের দুই প্রান্তে দুটি পুজো উদগকতা এবারে কালীপুজোর মন্ডপের থিম হিসেবে বুর্জ খলিফা বেছে নিয়েছেন। একদিকে অসম্ভব জনপ্রিয়তা, অন্যদিকে … Read more