এক রাতের ভাঙলো তৃণমূলের বোর্ড
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের বোর্ড গঠন হলেও,এক রাতের নিমেষ ভাঙলো সেই বোর্ড, পদত্যাগ করল আটজন জয়ী তৃণমূলের পঞ্চায়ের সদস্য, কাঠগড়ায় অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েত। এইবারে পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে মোট ২০ সংখ্যা আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের ১০টি জেতে তৃণমূল, ৬ বিজেপি,২ নির্দল এবং ২সিপিআইএম।পরে একজন নির্দল প্রার্থী … Read more