বেঙ্গালুরু কোচের মুখে মোহনবাগানকে হারিয়েই কলকাতা ছাড়ব
মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির বিপক্ষে আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে বুধবার।ফাইনালে মুখোমুখি হবার পরে আবার মোকাবিলার মঞ্চে দুই দল।টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দল এবার মোহনবাগান।বেঙ্গালুরুও চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে। প্ৰথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে ২-১’ এ হেরে গিয়েছে ব্লুজরা। বেঙ্গালুরুর এফসির কোচ সাইমন গ্রেসন বলে দিচ্ছেন মোহনবাগানকে হারানোর ক্ষমতা ধরে বেঙ্গালুরু।ক্যাপ্টেন সুনীল এশিয়ান গেমস খেলতে চিনে।কোচ সাইমন … Read more