সাঁই বাড়ি হত্যাকান্ড স্মরণ অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্ব
পূর্ব বর্ধমান:আজ 17 ই মার্চ বর্ধমান শহরে সাঁইবাড়ি দিবস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হলো। 70 সালে 17 ই মার্চ তিন জনকে খুন করা হয়। অভিযোগ ছিল বর্ধমানের সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে। জুড়ে গিয়েছিল নিরুপম সেনের নাম। ১৯৭০ সালের ১৭ মার্চ প্রতাপেশ্বর শিবতলায় সাঁইবাড়ির একই পরিবারের দুই সদস্যকে খুন করা হয়। প্রণব ও মলয় সাঁই … Read more