শহরকে যানযট মুক্ত করতে উচ্চ পর্যায়ের বৈঠক

বর্ধমান শহরকে যানযট মুক্ত করতে এবং হকার সমস্যাকে খানিকটা নিয়ন্ত্রণে আনতে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হল।এই বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক; হকাররা কেবল ফুটপাথেই বসবেন।রাস্তায় নয়। দুই; শহরের টোটোগুলিকে নথিভুক্ত করে সারাদিনে দুটি শিফটে চালানো হবে।এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ; পুলিশসুপার কামনাশীষ সেন ; … Read more