লোকর গৌতম সরকারের বিরুদ্ধে খেলার মাঠে দুর্নীতির অভিযোগ

বর্ধমান থার্ড ডিভিশন লীগে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা।যেখানে 4টি দল অংশ গ্রহন করবে।এবারে লীগে প্রতি বছরের ন্যায় এবারও নিজের নামের প্রতি   সুবিচার করলেন নামকরা কোচ গৌতম বাবু।তিনি দীর্ঘ বহু বছর ধরে কোচিং এর সাথে যুক্ত।পাশাপাশি খেলা নিয়ে প্রতিবছর নিয়ম বহির্ভূত কাজ করে ম্যাচ জেতার চেষ্টা করেন।প্রতি বছর বিভিন্ন ক্লাব তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন … Read more

অনুষ্ঠিত হলো ফুটবলের আসর

বর্ধমান কল্পতর মাঠে আনন্দবার্তা, S4D পরিচালনায় ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ফুটবলের আসর। এই ফুটবলের আসরের মধ্য দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা, স্কুল ছুটদের স্কুল মুখি করা এবং নতুন প্রজন্মকে মাঠ মুখি করার সচেতনতামূলক বার্তা প্রেরণ করা হয়। এই দিন বর্ধমান শহরে তথা বর্ধমান জেলার ৩৫ বছরের উর্ধ্বে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আটটি দলের নকআউট … Read more