চরম দূশ্চিন্তায় কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা
বাঁকুড়া :- আমফানের স্মৃতি এখনো টাটকা। এর মধ্যেই হাতে গোনা কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এই অবস্থায় চরম দূশ্চিন্তায় কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের গৌর কলোনীর বাসিন্দারা। এখানকার বেশীরভাগ বাসিন্দারাই অন্যের জমিতে জনমজুরি খেটে সংসার চালান। ভাঙ্গা মাটির বাড়িতেই বসবাস। তারপর আমফানের বর্ষপূর্তির আগেই ‘ইয়াসে’র ভ্রুকুটি। ভাবাচ্ছে তাদের। শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও … Read more