ঘোষণার পড়েউ চালু হলনা বাঁকুড়া-মসাগ্রাম লোকাল ট্রেন
ঘোষণাই সার। কাজের কাজ হল না। রেল বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছিল, শুক্রবার থেকে বাঁকুড়া-মশাগ্রাম শাখা এবং আদ্রা ডিভিশনের বিভিন্ন শাখায় লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। তাই সেই লোকাল ট্রেন ধরতে এসেছিলেন অনেকেই। কিন্তু কোথায় ট্রেন? বাঁকুড়া-মশাগ্রাম শাখায় শুক্রবারও লোকাল ট্রেনের দেখা মিলল না।তাই নিয়ে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু তারপরও লোকাল কবে চালু হবে … Read more