দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে আস্থা সরকার

শ্যামনগরের ‘আস্থা’। রাজ্যের গণ্ডি কাটিয়ে এবার দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে এ শ্যামনগর পিরতলার বাসিন্দা আস্থা সরকার। ভাটপাড়া পুরসভার অন্তর্গত শ্যামনগর পীরতলায় এলাকার বাসিন্দা সজল সরকারের মেয়ে আস্থা জায়গা করে নিয়েছে ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে। মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২০০ জন প্রতিনিধির মধ্যে ১৬ জন প্রতিনিধি কে বাছা হয়েছিল। … Read more