বিজেপি ছাড়তে চলেছেন আরও এক বিধায়ক
রবিবার অর্জুন সিং বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিজেপিতে কাটিয়ে ঘরওয়াপসির পর তিনি আভাস দিলেন ভাটপাড়ার বিধায়ত তাঁর পুত্র পবন সিংকে নিয়ে। পবন সিংও যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তা এক প্রশ্নের উত্তরে জানিয়ে দেন অর্জুন সিং। ফলে শুধু সাংসদ নয়, এক বিধায়কও হাতছাড়া হতে চলেছে বিজেপির। আর এক জন … Read more