বিজেপি ছাড়তে চলেছেন আরও এক বিধায়ক
অর্জুন সিং বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিজেপিতে কাটিয়ে ঘরওয়াপসির পর তিনি আভাস দিলেন ভাটপাড়ার বিধায়ত তাঁর পুত্র পবন সিংকে নিয়ে।

রবিবার অর্জুন সিং বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিজেপিতে কাটিয়ে ঘরওয়াপসির পর তিনি আভাস দিলেন ভাটপাড়ার বিধায়ত তাঁর পুত্র পবন সিংকে নিয়ে। পবন সিংও যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তা এক প্রশ্নের উত্তরে জানিয়ে দেন অর্জুন সিং। ফলে শুধু সাংসদ নয়, এক বিধায়কও হাতছাড়া হতে চলেছে বিজেপির।
আর এক জন কমলেই বিপদ বাড়বে। বিজেপির অর্জুন-পুত্র পবন সিংয়ের তৃণমূলে যোগদানের পর বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ৬৯-এ। এরপর আর এক জন কমলেই বিপদ। নিয়ম অনুযায়ী ৬৯ জন বিধায়ক থকালে তবেই দুজন সাংসদ পাঠানো যেতে পারে রাজ্যসভায়। কিন্তু সেই সংখ্যাটা ৬৮ হয়ে গেলে সম্ভব নয় রাজ্যসভার দুই প্রার্থীর মনোনয়ন।বাবার পথ ধরে তিনিও যোগ দেবেন তৃণমূলে, এই সারসত্য অর্জুন সিং সরাসরি জানিয়ে দেন। ফলে আরও এক বিধায়ককে হারাতে চলেছে বিজেপি।
বাবার পথ ধরে তিনিও যোগ দেবেন তৃণমূলে, এই সত্য অর্জুন সিং সরাসরি জানিয়ে দেন। ফলে আরও এক বিধায়ককে হারাতে চলেছে বিজেপি।পবন সিং যদি তৃণমূলে যোগ দেন তিনি হবেন ষষ্ঠ বিধায়ক।
এরপর বিজেপিকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনও বিধায়ক দল না ছাড়েন। তাহলেই এক রাজ্যসভার সাংসদ হারাবে বিজেপি। পক্ষান্তরে তৃণমূলও চাইবে ফের প্রত্যাঘাত করতে। এবং রাজ্যসভায় বিজেপির শক্তিহরণ করতে।