উত্তরপ্রদেশের এক বড় ছিনতাই চক্র ধরা পড়ল আরামবাগ পুলিশের জালে

উত্তরপ্রদেশের এক বড় ছিনতাই চক্র ধরা পড়ল আরামবাগ পুলিশের জালে। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে হুগলি গ্রামীণ পুলিশের সুপার আমনদীপ ও অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র জানিয়েছেন, মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা একটি ছিনতাই চক্র বেশ কিছুদিন ধরেই আরামবাগ, খানাকুল ও গোঘাট এলাকায় একাধিক লুঠ, ডাকাতি করে বেড়াত বলে অভিযোগ আসছিল। তাই আটঁঘাট বেঁধে আরামবাগ মহকুমার পুলিশ … Read more