বর্ধমানের মানকরে আর থামবেনা অগ্নিবীণা এক্সপ্রেস

২১ আগস্ট থেকে মানকর স্টেশনে আর থামবে না অগ্নিবীণা এক্সপ্রেস। এমনটাই ফতোয়া দেওয়া হয়েছে ভারতীয় রেলদপ্তরের তরফে। রেল সুত্রে জানা গিয়েছে, পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ার জেরেই অগ্নিবীণা এক্সপ্রেস আর মানকর রেল ষ্টেশনে থামবে না। এদিকে রেলযাত্রীদের কথায় করোনার রেশ কাটেনি এখনও।যাত্রী কোথা থেকে মিলবে ? আসলে এসব রাজনীতির খেলা। রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মানকরবাসী। … Read more