আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

T 20 World কাপে ফাইনালে পাকিস্থান

Published on: November 9, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ অস্ট্রেলিয়ার সিডনি গ্রাউন্ডে টি টোয়েন্টি সেমিফাইনালে নিউজিল্যান্ড এবং পাকিস্তান এর ভারতীয় সময় দুপুর 1:30 মিনিটে খেলা শুরু হয়। নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে নিউজিল্যান্ড চার উইকেটে ১৫২ রান করেন। উইলিয়াম সন ৪২ বলে ৪৬ রান করেন এবং মিচেল ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিয়ে যান ।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রীদি দুটি উইকেট এবং নামাজ একটি উইকেট দখল করে ।জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান খুব সহজেই রান তারা করে ম্যাচ পকেটে পুড়ে ফাইনালে পৌঁছে যায়। বাবর আজম ৪২ বলে ৫৩ রান করে আউট হয় এবং মহম্মদ রিজওয়ান ৪৩বলে ৫৭ রুন করে আউট হন,মহম্মদ হারিস ২৬ বলে ৩০ রান করে আউট হন।শেষ ওভারে ৬বলে ২রান দরকার ছিল জয়ের জন্য পাকিস্থানের।অবশেষে ৫ বল বাকি থাকতে ম্যাচ ৭উইকেটে জিতে নেয় পাকিস্থান।
নিউজিল্যান্ড এর ট্রেন্ট বোল্ট দুটি এবং মিচেল সন্টনের একটি উইকেট পান। T 20 সেমিফাইনালে অনাসেই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেলো পাকিস্থান ।খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন পাকিস্থানের মহম্মদ রিজাওয়ান।

Join Telegram

Join Now