ওটিটি-তে অশ্লীলতা নিয়ে কড়া পদক্ষেপ

শিল্পের অপব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না

INTERNET-কড়া পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।রবিবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সাফ জানান, শিল্পের নামে অশ্লীলতা চলছে,অশালীন শব্দের প্রয়োগ একাবরেই চলবে না।মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সব দিকেই নজর রাখছে সরকার।নাগপুরে একটি সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন, ”শিল্পের অপব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।ওটিটিতে আপত্তিকর বিষয় নিয়ে উদ্বিগ্ন সরকার।

সব কিছুর একটা সীমা রয়েছে, তা অতিক্রম করা উচিত নয়।দিনকয়েক আগেই ‘কলেজ রোম্যান্স’ নিয়ে আপত্তি জানায় দিল্লির উচ্চ আদালত।এই সিরিজ়ের ভাষাকে ‘অশ্লীল’ আখ্যা দেওয়া হয়। নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের নামে এফআইআর দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *