তেলেঙ্গনার সেকন্দ্রাবাদের এক তরুণীর বিয়ে হয় গত ২৬ জুন গ্রেটার নয়ডার এক গ্রামের যুবকের সঙ্গে।কনের পেটে ব্যথা বিয়ের রাতেই।এরপরই ঘটে বিপত্তি।বিভিন্ন রীতি-নীতি মেনে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে সম্পূর্ণও হয় বিয়ে। নববধূর পেটে এরপরই অস্বাভাবিক ব্যথা।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকদের কথা শুনে অবাক বরের বাড়ির লোকজন।
নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা শুনে মাথায় হাত ছেলের বাড়ির লোকেদের।কন্যা সন্তানের জন্মও দেন নববধূ বিয়ের পরের দিন।ছেলের বাড়ির লোক জানতে পারেন যে, মেয়ের বাড়ির সবাই এই বিষয়ে জানতেন।মেয়ের বাড়ি থেকে বিয়ের দিন বলা হয়েছিল যে, কিছুদিন আগে তাঁর অপারেশন হওয়ায় পেট ফুলে রয়েছে।আসল কথা জানার পর ছেলে ও তাঁর বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেননি।সেকেন্দ্রাবাদে নববধূ ও তাঁর সন্তানকে নিয়ে বাড়ির লোকজন ফিরে আসেন।ছেলের বাড়ির লোকজন পুলিসে কোনও অভিযোগ দায়ের করেননি।
পেটে ব্যথা বিয়ের রাতেই,পরের দিন কন্যা সন্তানের জন্ম…তারপর???
By anandabarta
Published on: June 29, 2023

---Advertisement---