খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা মালদা অনিক সংঘে
মালদা :- রাখি পূর্ণিমা দিন, খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা মালদা অনিক সংঘে। রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের ১ নং গভমেন্ট কলোনি এলাকায় অনিক সংঘ ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজার আয়োজন করা হয়।
সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও করোনা আবহে চলছে আংশিক লকডাউন। এই পরিস্থিতিতে সব উৎসবে কোপ পড়েছে মারণ ভাইরাস করোনার।
এই পরিস্থিতিতে ৬৯ তম পুজোয় জাঁকজমক থাকছে না অনিক সংঘ ক্লাবের দুর্গাপূজায়। ঢাক কাসর বাজিয়ে খুঁটি পূজার আয়োজন করা হয়। ক্লাব কর্তারা জানিয়েছেন তাদের পূজাও বিগ বাজেটের। কিন্তু দুই বছর ধরে করোনা পরিস্থিতির জন্য সরকারি বিধিনিষেধ মেনে শুধুমাত্র পুজোর আয়োজন করা হয়। বন্ধ রাখা হয় অন্যান্য অনুষ্ঠান।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রবিবার ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় খুঁটি পূজার।