বিজেপি বিধায়কের বেফাঁস মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
'পঞ্চায়েত ভোটের জন্য লাঠিসোটা রেডি রাখুন আমরাও সার্জিক্যাল স্ট্রাইক করবো মন্তব্য বিজেপি বিধায়কের
‘পঞ্চায়েত ভোটের জন্য লাঠিসোটা রেডি রাখুন আমরাও সার্জিক্যাল স্ট্রাইক করবো মন্তব্য বিজেপি বিধায়কের । পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন তাই শাসক-বিরোধী দুই শিবির লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। এদিন বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচির আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সেখানে আসন্ন পঞ্চায়েত ভোট সম্পর্কে বিজেপি কর্মীদের বার্তা দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
তিনি জানান গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সারা পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাস করেছিল,বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে বিজেপি কর্মীদের নমিনেশন ফাইল করতে বাধা দিয়েছিল। সেই তৃণমূলের দেখানো সার্জিক্যাল স্ট্রাইক করতে লাঠিসোটা নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বিজেপি কর্মী সমর্থকদের। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,তৃণমূল হলো ছাগলের তৃতীয় বাচ্চার একটা দল, তারা যেভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, আসন্ন পঞ্চায়েত ভোটে তাদের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের রক্ষাকবচ দরকার তাই তার এই বিধান।
অপরদিকে বিধায়কের এই মন্তব্যে সুর চড়িয়েছেন শাসক শিবির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত জানান, ওন্দার বিধায়ক যে সার্জিক্যাল স্ট্রাইক এর কথা বলেছেন তা পাকিস্তানের বিরুদ্ধে ভারত ব্যবহার করেছিল উনি কি হামিরপুরের লোকদের পাকিস্তানের লোক হিসেবে বিবেচনা করছেন আর আমাদের লাঠি দেখিয়ে লাভ নেই মানুষ 213 টা গোল দিয়েছে তৃণমূল কংগ্রেসকে গত বিধানসভায়,এবারে লাঠি দেখালে মানুষ আরো বেশী গোল দেবে।বিধায়কের এই মন্তব্য কে ঘিরে রাজনৈতিক চাপানউতোর যায় হোক না কেন এখন শুধু দেখার বিষয় এটাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোন শিবিরকে মানুষ এগিয়ে রাখে।