সোলার প্যানেল বিদ্যুৎ সংযোগ নিয়ে বিশেষ কর্মশালা
পূর্ব বর্ধমান:- বিদ্যুৎ বিল থেকে সাশ্রয়ের উপায়ে মুক্তি পেতে সোলার প্যানেল বিদ্যুৎ সংযোগ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করলো ভারত সরকার অনুমোদিত সংস্থা।
মূলত এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বর্ধমান ভবনের প্রেক্ষাগৃহে।
উলেখ্য: পূর্ব বর্ধমান জেলা মূলত কৃষি প্রধান জেলা,সুতরাং এই জেলায় ধানকল,রাইস মিল,কোল্ড স্টোরেজ ও বিভিন্ন কোম্পানির কারখানার রয়েছে।
কার্যতঃ সেইসব কারখানা ,রাইস মিল ও কোল্ড স্টোরেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের এই কর্মশালা শিবিরে।
এদিন সোলার প্যানেল সিস্টেমের যেসব ইঞ্জিনিয়ার ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁরা জানান, কিভাবে বিদ্যুৎ বিল থেকে সাশ্রয় পাবে সেই বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি তারা আরো বলেন ,সাধারণ মানুষের কথা চিন্তা করে EMI এর ব্যবস্থা আছে।
এছাড়া জানান, PER KV 45,000/- হাজার টাকা খরচ হবে,এছাড়া রাইস মিল ও খারখানাগুলিতে 40,00000/- লক্ষ টাকা খরচ হবে।