বিশ্ব কন্যা দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্প
কেন্দ্রীয় সরকারি সুকন্যা প্রকল্পে এক থেকে দশ বছর বয়সী কন্যাদের জন্য ব্যাংক একাউন্ট খুলতে উদ্যোগী হলো ইন্ডিয়ান পোস্ট। আজ সারাদেশে বিভিন্ন পোস্ট অফিসে কন্যা সন্তানের নামে একাউন্ট খোলার কাজ শুরু হয়েছে। বর্ধমানের মুখ্য ডাকঘরে আড়াইশো টাকা দিয়ে যে কেউ তার কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারে।
এ প্রসঙ্গে বর্ধমানের সিনিয়র সুপারিনটেনডেন্ট বানেশ্বর সাহা বলেন,’ আজ সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চাইল্ড ডে পালিত হচ্ছে, সেই দিনটির প্রাসঙ্গিকতা কে গুরুত্ব দিয়ে আজকের দিনে শিবির করে একাউন্ট খোলার কাজ শুরু হয়েছে। আগামী দিনেও যে কেউ পোস্ট অফিসে এসে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তাদের সুকন্যা দের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবে বলে জানান বানেশ্বর বাবু।