দৈনিক সংক্রমণে আরও কিছুটা স্বস্তি
দৈনিক সংক্রমণে আরও কিছুটা স্বস্তি! শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এল পাঁচশোর কাছে। তবে এখনও পর্যন্ত দু:শ্চিন্তার বিষয় হয়ে রয়েছে কোভিডরোগীর মৃত্যুহার।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫১২ জন।এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১০ হাজার ৯০১।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ২৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ১৭ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.০৫ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭০০ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩৩ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার দুইয়ের নীচে
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার শেষ কয়েক দিনের নিরিখে কিছুটা কমেছে। অর্থাত্, এ দিনও তা ছিল ২ শতাংশের নীচেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ১.৪২ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতার সংক্রমণ আগের দিনের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় শহরে ৬২ জন এবং পড়শি উত্তর ২৪ পরগণায় ৮৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ২১৫ এবং ১৯৮ জন। কলকাতায় ১২ আর উত্তর ২৪ পরগণায় ২ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৩৮৫, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৪ লক্ষ ২ হাজার ৩২১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ২০ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ৯০১ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৬১৫ এবং ৫২৯৯ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত -১৯
সুস্থ হলেন -৪০
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন -৪০
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত -২১
সুস্থ হলেন -৭০
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত -৫
সুস্থ হলেন -১৫
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত -৩৯
সুস্থ হলেন -৫৯
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন -২৪
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৬
সুস্থ হলেন -২৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -২০
সুস্থ হলেন -৫০
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -১০
সুস্থ হলেন -৩৩
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -২৮
সুস্থ হলেন -৭২
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত -৩৫
সুস্থ হলেন -৫৭
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত -১৫
সুস্থ হলেন -৪৫
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-১২
সুস্থ হলেন- ৪৪
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত-১২
সুস্থ হলেন -৪৩
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -৮
সুস্থ হলেন -২০
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -৭
সুস্থ হলেন -২৪
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত-১৯
সুস্থ হলেন -৪৩
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -৪
সুস্থ হলেন- ১৪
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত -২৯
সুস্থ হলেন -৮০
২০) হুগলি
নতুন করে আক্রান্ত -২০
সুস্থ হলেন -৫৯
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত -১৮
সুস্থ হলেন -৫২
গত ২৪ ঘণ্টায় উল্লিখিত রাজ্যগুলির মধ্যে মৃত্যু রেকর্ড করেছে দক্ষিণ ২৪ পরগনা (২), পশ্চিম বর্ধমান (২), বীরভূম (২), হুগলি (১), পূর্ব মেদিনীপুর (১), নদিয়া (১), মুর্শিদাবাদ (১), উত্তর দিনাজপুর (১), জলপাইগুড়ি (১) এবং দার্জিলিং (১)।