একসাথে পাঁচটি কংক্রিটের রাস্তার উদ্বোধন
মালদাঃ- মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৬৪ নং সংসদের রামনগরে রাস্তাগুলি নির্মাণ করা হয়েছে।মঙ্গলবার ফিতে কেটে পাঁচটি কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সদস্য দিলদার হোসেন।পঞ্চায়েত সূত্রে জানা যায়,এনআরজিএস প্রকল্পে প্রত্যেকটি রাস্তার জন্য বরাদ্দ প্রায় তিন লক্ষ টাকা।
পঞ্চায়েত সদস্য দিলদার হোসেন জানান,এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানাচ্ছিল।দাবি মেনে কাজ সম্পন্ন হয়েছে।এই সংসদে বেশিরভাগই রাস্ত পাকা করতে সক্ষম হয়েছি।আরোও রাস্তা রয়েছে তা দ্রুত পাকা করার উদ্যোগ নিব।পাকা রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী।