বর্ধমানে শ্যামবাবার শোভাযাত্রা

প্রতি বছর ডিসেম্বর মাসে শ্যামবাবার শোভাযাত্রা বের হয়, বর্ধমান শ্যামবাবা মন্ডলের পক্ষ থেকে । এ বছরের 13 তম এই শোভাযাত্রা । গত বছরে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত এই শোভাযাত্রা হয়ে থাকে । এবারেই শোভাযাত্রার মাধ্যমে মানুষকে আহবান করা হয় সন্ধ্যের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্যামবাবার নামকীর্তন করা হয় । প্রতি বছরে এরকম ধরনের অনুষ্ঠানে মাতিয়ে থাকেন বর্ধমান বাসীরা ।

মূলত মাড়োয়ারি পরিবারের পক্ষ থেকেও এই অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন । নানান রকম সাজগোজের মাধ্যমে শ্যামবাবার হাতে পতাকা নিয়ে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে থাকেন ভক্তগণরা । মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতো । বোরহাট থেকে শুরু হয়ে নতুনগঞ্জ বিসি রোড সর্বমঙ্গলা পাড়া নতুনগঞ্জ হয়ে মিঠাপুকুর পর্যন্ত এই পদযাত্রা পরিক্রমা করা হয় । সকাল থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান আর নানান ধর্মের মানুষ উপস্থিত থাকেন আজকের এই অনুষ্ঠানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *