শুভেন্দু আমার ভাইয়ের মত বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী এদিন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলদের সঙ্গে দেখা করলেন এবং সময় দিলেন।
দীর্ঘ প্রায় দেড় বছর পর শুক্রবার বিধানসভায় এক অন্য ছবি ধরা পরল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বিধানসভায় তার রুমে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দেখা যায় শুভেন্দুর বক্তব্যে জবাবী বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু সম্পর্কে। বললেন আমি ওর সব প্রশ্নের উত্তর দেব,ও আমার ভাইয়ের মত।
পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার একান্ত সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। অনেকেই মনে করছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা বলেছিলেন ডিসেম্বরে এই সরকার শেষ। তবে কি সেই কারণেই বরফ গলতে শুরু করল। মুখ্যমন্ত্রী এদিন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলদের সঙ্গে দেখা করলেন এবং সময় দিলেন। তবে ঘটনা যাই ঘটুক বিধানসভায় বিরোধীদল নেতাও মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাত ঘিরে প্রশ্নচিহ্ন রয়ে গেল