‘দিদিকে বলো’,’এক ডাকে অভিষেক’ এরপর শুরু ‘দিলীপকে বলো’

বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সম্প্রতি মুখ খুলতে মানা করেছিল।কিন্তু সে সবের তোয়াক্কা না করে তিনি টুইটে নিজের মতো করে অভিযান শুরু করলেন বাংলা নিয়ে।দিলীপ ঘোষ রাজ্যের নেতা নন,তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। অর্থাৎ জাতীয় নেতা।

একুশের নির্বাচনের আগে ‘দিদিকে বলো’,অভিষেক আবার চালু করেছেন ‘এক ডাকে অভিষেক’এরপর চমক দিলেন দিলীপ ঘোষ।‘দিদিকে বলো’র ধাঁচে শুরু করলেন ‘দিলীপকে বলো’। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবার ‘দিদিকে বলো’র ধাঁচে শুরু করলেন ‘দিলীপকে বলো’।

মিজোরামে গিয়েও তিনি বাংলার জন্য ভাবিত।বাংলার জন্য টুইট বার্তায় জানালেন,’দিলীপকে বলো’ অভিযানের কথা।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে মিজোরামে গিয়েছেন ঠিকই, কিন্তু সেখান থেকেই বাংলার জন্য দিলীপ ঘোষ ঘোষণা করলেন, রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তিনি তা যেন দিলীপ ঘোষকে ই-মেল করে জানান।

বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সম্প্রতি মুখ খুলতে মানা করেছিল।কিন্তু সে সবের তোয়াক্কা না করে তিনি টুইটে নিজের মতো করে অভিযান শুরু করলেন বাংলা নিয়ে।দিলীপ ঘোষ রাজ্যের নেতা নন,তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। অর্থাৎ জাতীয় নেতা।

কেন বঙ্গ বিজেপির সঙ্গে একসঙ্গে তিনি আন্দোলনে থাকছেন না, কেন বিজেপির অফিসিয়াল ই-মেল আইডি দেওয়া সত্ত্বেও নিজের পার্সোলান ই-মেল আইডি দিলেন। তাহলে কি তিনি বিজেপির থেকে বিচ্ছিন্ন অভিযানে নামতে চাইছেন। দেখতে চাইছেন বা দেখাতে চাইছেন বিজেপির বাইরেও দিলীপ ঘোষের আলাদা একটা অস্তিত্ব রয়েছে।সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ভালোই হয়েছে, দিলীপদা কিছু করলে দলের পক্ষে ডাবল বেনিফিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *