বীরভূমের দাসকল গ্রামের রথযাত্রায় সামিল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা
নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল সেখ।
নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল সেখ।আজ মঙ্গলবার সারাদেশের সাথে সাথে এদিন বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারের দাসকল গ্রামের বহু প্রাচীন তম এই রথযাত্রায় দেখা গেল কয়েক হাজার পুণ্যার্থীদের সমাগম।।।
পাশাপাশি এই রথযাত্রায় সামিল হতে দেখা গেল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ সকল গ্রামবাসীদের।।
এদিন এই রথযাত্রা শেষে বিধায়ক অভিজিৎ সিনহা জানান:- ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই রথযাত্রায় সবাই মিলে সামিল হয়েছি আমার।। আজকের এই শুভ দিনে সকল গ্রামবাসী ও সকল দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা ও জানান তিনি।। পাশাপাশি তিনি আরো বলেন প্রতিবছর এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয়ে থাকে এবং এই রথযাত্রার দিনে দুপুরে মহা মহোৎসব এর ও আয়োজন করা হয়ে থাকে।।