সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে রায়না থানার পরিচালনায় পলাশন অঞ্চলে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রোগ্রামের আয়োজন করা হলো। পথদুর্ঘটনা রুখতে রাজ্য সরকার ইতিমধ্যেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করেছে। গত কয়েক বছরে যেভাবে পথ-দুর্ঘটনা বেড়ে গিয়েছিল, তা গত বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে।

আর রাজ্য সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্পের পরই যে এই দুর্ঘটনার সংখ্যা কমেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার সহযোগিতায় আজ পথ নিরাপত্তা সম্পর্কে পলাশন অঞ্চলের পথচারীদের সচেতন করা হয়। এখানেই শেষ নয়। রায়না বি এম ও এইচ এর উদ্যোগে পথচারী ও গাড়ির চালকদের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

পথদুর্ঘটনা রুখতে রায়না থানার পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কচুলতি মানুষ এবং এলাকাবাসী রা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন Ci (C) রজত কান্তি পাল, OC রায়না পুলোক কুমার মণ্ডল সহ রায়না থানা অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা এছাড়া উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *