সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
সেফ ড্রাইভ সেভ লাইফ দুমাস ধরে চলছে এই কর্মসূচি । পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায় , থানায় ও ফাঁড়িতে এই কর্মসূচি হয়ে থাকে । একই রকম আজ বর্ধমান গোলাপবাগ পুলিশ ফাঁড়ি থেকে রানীর মাধ্যমে মানুষকে সচেতনতা বার্তা দেয়া হয় এবং পথচলতি মানুষদের মাক্স বিতরণ করা হয় ।
এই রেলি নবাবহাট মোড় এলাকায় শেষ হবার পর সেখানে একটি পথনাটিকা মাধ্যমেও মানুষকে সচেতনতা করা হয় । উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং এনসিসি গ্রুপ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত । এই কর্মসূচী ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি ।