জুয়ার আসর এবং মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে পথ অবরোধ
জুয়ার আসর এবং মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে পথ অবরোধ জাবরামালিতে
জুয়ার আসর এবং মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে পথ অবরোধ জাবরামালিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বিগত বহু দিন ধরে জাবরামালিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জুয়ার আসর চলছে, আনাচে কানাচে মদের ঠেক ও চলছে। এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেই নি বলেই অভিযোগ ।
অন্যথায়, এদিন দুপুরবেলা সময় কাটানোর জন্য বাজারের এক পাশে বসে কিছু বয়স্ক মানুষ জন তাস খেলছিল, হঠাৎ ই পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। যার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় পুরো এলাকা জুড়ে, এই চাঞ্চল্যকে কেন্দ্র করে পাশাপাশি
জাবরামালিতে বিভিন্ন জায়গায় মদের ঠেক এবং জুয়ার আসর বন্ধের প্রতিবাদে এদিনের এই অবরোধ। ময়নাগুড়ি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় ঘণ্টা চারেক অবরোধ চলার পর সন্ধ্যা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয় স্থানীয়দের তরফে।