পথ অবরোধ কর্মসূচি
ত্রিপুরায় সায়নী ঘোষ কে গ্রেফতারের প্রতিবাদে আজ বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভায়ু সাহার উদ্যোগে শহরের টাউনহলের সামনে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল জয় হিন্দ বাহিনী। এদিন এই কর্মসূচির কারণে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে শহরের জিটি রোড। এই কর্মসূচিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, সায়নী ঘোষ কে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচী। যার উদ্যোগে এই কর্মসূচি সেই তৃণমূল যুব শহর সভাপতি শুভায়ু সাহা বলেন অবিলম্বে সায়নী ঘোষ কে যদি ছেড়ে দেয়া না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল যুব কংগ্রেস। অন্যদিকে তৃণমূল জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে বিপ্লব দেবের দমন-পীড়ন বন্ধ না হলে ত্রিপুরার মানুষ কিন্তু তাকে ছেড়ে কথা বলবেনা, গর্জে বাংলা উঠবে বাংলাও।