বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বদের রাস্তা অবরোধ

কলকাতা পৌর নির্বাচনে শাসকদল সন্ত্রাস চালাচ্ছে। সেই সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার মতো বর্ধমান শহরেও রাস্তা অবরোধের কর্মসূচি গ্রহণ করল বিজেপি বর্ধমান জেলা নেতৃত্ব। জেলা বিজেপির সদর জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান,

পৌর নির্বাচনে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে শাসকদল তারই প্রতিবাদে রাজ্য নেতৃত্বের নির্দেশে শহরের কার্জন গেট এ অবরোধের কর্মসূচি নিয়ে ছিলাম আমরা। কিন্তু পুলিশ বিরহাটায় আমাদের আটকে দেয় ও শ্যামল রায় সহ বেশকিছু জেলা নেতৃত্ব কে গ্রেপ্তার করে। এই গ্রেফতারির প্রতিবাদে আইনি সাহায্য নেওয়া হচ্ছে এবং আগামী দিনে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান মৃত্যুঞ্জয় বাবু।