রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু
বর্ধমান শহরের নির্মল ঝিল শ্মশান সংলগ্ন ধোকরা শহীদ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এমনকি রাস্তা সংলগ্ন ড্রেনের অবস্থাও ছিল শোচনীয়। বারবার এলাকাবাসীর পক্ষ থেকে পৌরসভা কে জানানো হলেও কোনো লাভ হয়নি। নতুন পৌর প্রশাসক দায়িত্ব নেওয়ার পরই এই রাস্তা সংস্কারের কাজ অবশেষে শুরু হলো।
এই সংস্কার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য,’ আগের পৌরবোর্ড কে এ বিষয়ে বারংবার অনুরোধ করা হলেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি কিন্তু নতুন পৌর প্রশাসক মন্ডলী দায়িত্ব নিয়ে যে শহরের মানুষের মতামতকে সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ এই রাস্তা সংস্কার কাজ শুরু হওয়া। এলাকাবাসী ও এই রাস্তা সংস্কারের কাজ হওয়ায় অত্যধিক খুশি।তাদের দাবি এলাকার আরও বেশকিছু উন্নয়ন প্রয়োজন আশা করছি পৌরসভা সেগুলোর বিষয়েও আগামী দিনে উদ্যোগী হবে।