*৪০১* ডায়াল করার অনুরোধ…নতুন প্রতারণা
ডেলিভারি করাকে কেন্দ্র করে প্রতারণা
INTERNET- নতুন প্রতারণা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফোন কলের মাধ্যমে বেশ কয়েকজনকে টার্গেট করা হচ্ছে।পণ্য ডেলিভারি করাকে কেন্দ্র করে প্রতারণামূলক ঘটনা ঘটছে। ঠিকানায় সমস্যার কারণে ডেলিভারি মুলতুবি রয়েছে ডেলিভারি দিতে যাওয়া ব্যক্তিরা গ্রাহককে ফোন করে দাবি করে।*৪০১* ডায়াল করার জন্য অনুরোধ করা হচ্ছে গ্রাহকদের।
এক মহিলা তাঁর সঙ্গে ভাইরাল ভিডিওতে এই কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করেছেন।এই ধরণের প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচার সতর্ক করছেন তিনি।মহিলার মতে,ডেলিভারি বয় প্রাপকের ঠিকানা খুঁজে পাচ্ছেন না।কোম্পানির এক্সটেনশন কোড হিসাবে *৪০১* ডায়াল করার নির্দেশ দেয়। এরপর ডেলিভারি বয়ের ফোন নম্বর তাতে বসানোর প্রস্তাব দেয়। মহিলা দাবি করেছেন কোডটি ডায়াল না করা হলে, তিনি তাঁর প্যাকেটটিও পাবেন না।
ভুল হচ্ছে বুঝতে পেরে, *৪০১* কোডের সত্যতা যাচাই করার জন্য Google সার্চ করেন। সেখানে দেখা যায় কোডটি আসলে একটি কল ফরওয়ার্ডিং কমান্ড।*৪০১* ডায়াল করা হলে, এটি সমস্ত ইনকামিং কল, বার্তা এবং গুরুত্বপূর্ণ ডেটা যেমন ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP)লিঙ্ক করা নম্বরে ফরোয়ার্ড করে।