পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাহিত্য সম্মান প্রত্যাখ্যান করলেন রত্মা রশীদ ব্যানার্জী।
বাংলার মুখ্যমন্ত্রীকে সাহিত্য সম্মান প্রদান করায়পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাহিত্য সম্মান প্রত্যাখ্যান করলেন রত্মা রশীদ ব্যানার্জী।
বাংলার মুখ্যমন্ত্রীকে সাহিত্য সম্মান প্রদান করায়পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাহিত্য সম্মান প্রত্যাখ্যান করলেন রত্মা রশীদ ব্যানার্জী।মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একা জানান তিনি।শিক্ষিকা রত্মা রশীদ ব্যানার্জী বলেনপশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর সাহিত্যের নিরলস সাধনার স্বীকৃতি হিসাবে রিট্রিভারসিপ পুরষ্কার প্রদান করায় নিজের বাংলা একাডেমির পুরষ্কার ফিরিয়ে দিলেন।আজ তিনি বাংলা একাডেমীতে ই-মেলের মাধ্যমে তাঁর এই পুরষ্কার ফিরিয়ে দেবার বিষয়ে চিঠি পাঠিয়েছেন।
২০০৯ সাল এবং ২০১৯ সালে দুবার তিনি বাংলা একাডেমীর পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ২৬ জুলাই বাংলা একাডেমীর পক্ষ থেকে তাঁকে অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মানে ভূষিত করা হয়।সেই সময় তিনি সেই সম্মান কৃতজ্ঞ চিত্তে গ্রহণও করেন। কিন্তু সোমবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর একটি নতুন পুরষ্কার ঘোষণা করে প্রারম্ভিক বছরের সেই পুরষ্কার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অর্পণ করা হয়েছে বাংলা সাহিত্যে তাঁর নিরলস সাধনার স্বীকৃতি হিসাবে। এই অভিধার চেয়ে বড় সত্যের অপলাপ হতে পারনা।
মুখ্যমন্ত্রীকে এই পুরষ্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমী শুধুমাত্র একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত তৈরী করেছে তাই নয়, এর মাধ্যমে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমানিত করেছে। বলে তিনি বলেন। এর পরি তিনিপশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাহিত্য সম্মান ফিরিয়ে দিতে চান।