বিরল প্রজাতির সাপ উদ্ধার
মালদা :- বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রতুয়া-১ নং ব্লকের দেবীপুর অঞ্চলের তেরাশিয়ার হাসপাতাল লাগোয়া এলাকায়।
সাপটিকে দেখা মাত্র এলাকাবাসীরা একটি জালের মধ্যে আটকে রাখে।খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ সাপটাকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় বলে খবর।
জানা যায় শনিবার সকালে এক গৃহস্থের জালে আটকে যায় বিরল প্রজাতির একটি সাপ।এলাকায় খবর ছড়াতে সাপটি দেখতে ভিড় জমায় এলাকার স্থানীয় মানুষেরা। অনুমান সাপটি চন্দ্রবোড়া।প্রায় ৫ ফুট লম্বা।
বনদপ্তরের কর্তৃপক্ষরা জানান সাপটিকে ফরেস্টের মনোরম পরিবেশে ছেড়ে দেবে।